
নতুন মাত্রা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। গতকাল রবিবার (৯ অক্টোবর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানায় র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়ার মীরের গাঁওয়ের ভাটেরচর এলাকার মৃত ফজি রহমানের ছেলে মো. ইব্রাহীম ওরফে রানা (৩০) অপর আসামি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মৃত ওয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে মো. রহমত আলী (৩৪)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমের অটোরিকশায় উঠে ওয়াবদা কলোনি মোড়ে যাওয়ার পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিকশার চালকের নিকট হতে অটোরিকশা, মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করে। এক পর্যায়ে অটোরিকশা চালকের চিৎকার করলে আসামিরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দেয় এবং মোবাইল ও টাকা-পয়সা ভাগবাটোয়ারা করে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উপরোক্ত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তার কথা স্বীকার করে।
এর আগে গত শনিবার (৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর ব্যবহার করা একটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানায় ওয়াবদা কলোনি পাকা রাস্তার মোড়ে সুজন মিয়া (৪৫) নামে এক অটো চালকের গলা কাটা লাশ পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. হানিফ (৪৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১২।