
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে দুলাল নামে এক যুবকের অপহরণের কয়েক ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন গ্রাম্য ডাক্তার বলে জানা গেছে।
রবিবার নগরীর সিটি হাট সংলগ্ন একটি কলাবাগানের পার্শ্ববর্তী রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ। রাত আনুমানিক ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের বাড়ি চন্দ্রিমা থানায় এলাকায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই যুবকের রক্তাক্ত দেহ সড়কে পড়ে আছে। পরনে গেঞ্জি ও প্যান্ট রয়েছে। গলায় কালো রঙের কাপড় জড়ানো রয়েছে। আশেপাশে প্রচুর রক্ত পড়ে আছে। লাশের পাশেই রক্ত সংবলিত একটি জুতার পদচিহ্ন রয়েছে। যেটিকে পুলিশ আলামত হিসেবে নিয়েছে।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, স্থানীয় এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডিকে জানায়। সবকিছু দেখে মনে হচ্ছে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তারা হত্যার আলামত সংগ্রহ করেছেন। লাশের পরিচয় জানা যায়নি। সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। এখন লাশের ময়নাতদন্ত করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান।