
খাগড়াছড়ি জেলার গুইমারায় সরকারি চালবাহী ট্রাকে অগ্নি-সংযোগের ঘটনায় দগ্ধ ট্রাক চালকের সহকারী বেলাল হোসেন (৩৫) মারা গেছেন। শনিবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রবিবার (২৭ নভেম্বর) রাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় অবরোধকারীরা ট্রাকে আগুন দিয়েছিলো।
নিহত বেলাল হোসেন জেলার মাটিরাঙা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. জাহিদুল হকের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানান, ট্রাকে অগ্নি-সংযোগের ঘটনায় ট্রাক চালক মো. ইসহাক মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় এখন পর্যন্ত ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা হাজতে আছেন। বেলালের মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা হবে। ঢাকায় ময়না তদন্ত শেষে লাশ মাটিরাঙ্গায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।