

হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে হস্তান্তর করল মতিহার থানা পুলিশ।
এহেসান হাবিবঃ গত ইং ১০/০১/২০২১ তারিখ রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব মোহাম্মদ জালাল উদ্দিন (৭০) এর একটি Samsung মোবাইল ফোন বিনোদপুর মির্জাপুর এলাকায় হারিয়ে যায় । উক্ত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মতিহার থানায় এসে তার মোবাইল ফোন উদ্ধার করতে সহায়তা চান। অফিসার ইনচার্জ মতিহার থানা তাকে তার শখের মোবাইল ফোন উদ্ধার করে দিবেন মর্মে আস্বস্ত করেন। এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে মোবাইল ফোন উদ্ধারে মাঠে নামে টিম মতিহার থানা । দীর্ঘ ১০ মাস পর আর এম পি সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় টিম মতিহার থানা উক্ত ব্যাংক কর্মকর্তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। আজ ইং ৩১-১০-২০২২ তারিখ রাতে উদ্ধার কৃত মোবাইল ফোন অবসরপ্রাপ্ত ব্যাক কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। সে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত, পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তাকে মোবাইল ফোনটি উদ্ধার করে দিতে পারার জন্য আমরাও আনন্দিত । এভাবে এগিয়ে চলেছে টিম মতিহার। ধন্যবাদ টিম মতিহার। । কৃতজ্ঞতায় ও সি মতিহার থানা।