
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের-২০২২ এর জন্য মনোনীত হয়েছে রংপুরের শিশুসংগঠক,শিশু সাংবাদিক ও স্বেচ্ছাসেবী আফিদ্রা জাহিন।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কার দেয়া হবে।নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
শিশু সংগঠক আফিদ্রা জাহিন চিকিৎসক দম্পতি মাহমুদুল বারী ও মিরাতুন জেসমিনের মেয়ে। বাড়ি রংপুর মহানগরীর ধাপ পুলিশ ফাঁড়ি শ্যামলী লেন এলাকায়। আফ্রিদা জাহিন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের একমাত্র কন্যা সন্তান সে, তার একটি ছোট ভাই রয়েছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত রংপুরের আফ্রিদা
নতুন মাত্রা ডেক্সঃ জানা যায়, ২০০৫ সালে কিডস রাইটস ফাউন্ডেশন রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে । যা মূলত শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।
কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, আফ্রিদা জাহিন একজন সংবেদনশীল তরুণী।সুবিধা বঞ্চিত লোকদের কম্বল এবং খাবার সরবরাহ করেছেন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন তাদের সহায়তার প্রস্তাব দিয়েছেন।রমজান মাসে ইফতার বিতরণ ও ঈদের সময় ভিক্ষুককে কিছু খাবার ও মাস্ক দিয়েছেন। তবে তার ভবিষ্যতে লক্ষ্য বাংলাদেশের পথশিশুদের জন্য একটি এতিমখানা গড়ে তোলা।বিশ্ব শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আফ্রিদা জাহিন বলেন, গত ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন তিনি। যাচাই-বাছাই শেষে দরিদ্র শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেবামূলক কার্যক্রম ক্যাটাগরিতে তাকে মনোনীত করে কিডস রাইটস ফাউন্ডেশন। মনোনীতদের নাম ও পরিচয়সহ বিস্তারিত কিডস রাইটস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছআফ্রিদা জাহিন বলেন, ‘স্প্রেড স্মাইলস’ আমার একটি ছোট্ট সংগঠন রয়েছে। প্রতিমাসে এ সংগঠন থেকে এতিমখানা অথবা বৃদ্ধাশ্রমে একবেলা খাবার দেয়া হয়। এছাড়াও আমরা বছরে দুই ঈদে অসহায় ও দরিদ্র শিশুসহ সাধারণ মানুষকে ঈদবাজার দিয়ে থাকি। মাহে রমজানে দিনমজুরদের এক টাকায় ইফতার করোনা ছাড়াও শীতকালে বিভিন্ন এতিমখানায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়ে থাকে।এমনকি সামজিক কার্যক্রমরে জন্য এ বছর সূর্যের হাসি যুব সংঘ থেকে তাকে ইউথ অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। এছাড়াও গত ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের রংপুর বিভাগের একজন শ্রেষ্ঠ সংগঠক হিসেবে একটি ল্যাপটপ পুরস্কার পেয়েছেন আফ্রিদা জাহিন।এটিকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক শিশুদের পদক হিসেবে বিবেচনা করা হয়। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটি ঘোষণা করার কথা রয়েছে।