Home » আমদানি পণ্যের মূল্য যাচাইয়ের নির্দেশ

আমদানি পণ্যের মূল্য যাচাইয়ের নির্দেশ

by নিউজ ডেস্ক
views

নতুন মাত্রা ডেস্ক : আমদানির পণ্যের মূল্য যাচাই করে লেনদেন করার জন্য দেশের সকল অথরাইজড ডিলারদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার (১০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অথরাইজড ডিলারদের আমদানি পণ্যের লেনদেনের আগে অর্থাৎ চুক্তির দিন আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্য যাচাই করতে, একই সময়ে আমদানি পণ্যের সমসাময়িক মূল্যের সঙ্গে যাচাই করে লেনদেন করতে হবে বলে ফরেন এক্সচেঞ্জ ট্রান্সজেকশন-২০১৮ (জিএফইটি) গাইডলাইনে বলা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কার্যকরী আমদানি নীতি ও আদেশের বিধান, সরবরাহকারীদের ক্রেডিট রিপোর্ট, কেওয়াইসি এবং এএমএল/সিএফটি মেনে চলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমদানি পণ্যের লেনদেন করার পূর্বে বিদ্যমান বৈশ্বিক কমোডিটি মার্কেট ট্রেন্ড দেখে এবং মূল্য প্রতিযোগিতা যাচাইয়ের জন্য নিয়ন্ত্রক প্যারামিটারগুলো মেনে চলতে হবে।

আলোচ্য বিষয় অথরাইজড ডিলারদের শাখা, অফশোর ব্যাংকিং অপারেশনস এবং সেন্টাল ট্রেড প্রসেসিং সেন্টারে নোটিশ দেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় ব্যাংক

banner

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: