

আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ইন্সপেক্টর গণের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
এহেসান হাবীবঃ আজ রবিবার ১৫ জানুয়ারি, দুপুর ১.০০ ঘটিকায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ইন্সপেক্টর গণের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বর্ণাঢ্য কর্মজীবনের অবদানের কথা তুলে ধরেন এবং তাঁদের অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ঊর্দ্ধতন কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তাদের সাথে কাজের অনুভূতি ব্যক্ত করে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তাগণ সুদীর্ঘ চাকরিজীবনের স্মৃতিচারণামূলক আবেগঘন বক্তব্য রাখেন।
বিদায়ী কর্মকর্তারা হলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: তৌহিদুল আরিফ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মঈনুল ইসলাম, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) জনাব ডি, এম, হাসিবুল বেনজীর, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মো: আনোয়ার আলী তুহিন ও জনাব মো: আব্দুল লতিফ শাহ। অবসর গ্রহণকারী কর্মকর্তারা হলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মো: আজিজুল হক সরকার ও পুলিশ পরিদর্শক (আরআই) জনাব মো: রোস্তম আলী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।