

আরএমপিমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
এহেসান হাবীবঃ বৃহস্পতিবার ১২/০১/২০২৩; সকাল-১১.০০ ঘটিকা সময় উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ এর কার্যালয়ে ডিসেম্বর/২০২২ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি ছিলেন উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ মোঃ নূর আলম সিদ্দিকী।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ মোঃ নূরে আলম, সহকারী পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ (অতিঃ দায়িত্বে) জনাব সুকুমার মোহন্ত সহ অত্র বিভাগের তিন থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শকগণ এবং থানাসমূহের সাব-ইন্সপেক্টরগণ।
উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ, সভায় সকলের প্রতি নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ও সকল কে সক্রিয় পুলিশিং করার জন্য আহ্বান জানান এবং মামলার নানা দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ অত্র বিভাগের এসআই (নিঃ)-মোঃ সাহবুল ইসলাম, মোঃ সাইমন পবা থানা; এসআই (নিঃ)-মোঃ রনি মিঞা, মোঃ জাকির, মোঃ শরিফুল শাহমখদুম থানা ও এসআই (নিঃ)- মোঃ মোস্তাক আহম্মেদ এয়ারপোর্ট থানা আরএমপি, রাজশাহীদের কে ভালো কাজের স্বীকৃত সরূপ পুরষ্কার প্রদান করেন।