
তমাল দাস : বিনা টিকিটে রেল ভ্রমণ করায় পঞ্চগড়-ঢাকা রুটের একতা এক্সপ্রেস ট্রেনের ২০০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (৯ অক্টোবর) দিনগত রাত থেকে আজ সোমবার (১০ অক্টোবর) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। খোদ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারই ট্রেনে ঘুরে ঘুরে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করেন।
অভিযানের সময় একতা এক্সপ্রেস যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম ও জরিমানাসহ মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়েছে। অসীম কুমার তালুকদার বলেন, গত রোববার (৯ অক্টোবর) দিনগত রাতে পার্বতীপুর স্টেশন থেকে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়।
আজ সোমবার ভোর ৫টার দিকে ওই ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছে। দীর্ঘ এ যাত্রাপথে বিনা টিকিটে ভ্রমণ করায় ২০০ যাত্রীকে জরিমানা করা হয়। টিকিটের দাম ও জরিমানাসহ মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়েছে। পরে জরিমানার সেই টাকা চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।