৪৫

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার এজাহারভুক্ত আসামীকে আটক করে ছেড়ে দিয়ে জামিন নিতে সহযোগিতা করেছে এসআই ফারুক এমন অভিযোগ উঠেছে ।গত ২৯/০৪/২৩ ইং তারিখে চন্দ্রিমা থানায় তিন জন কে আসামী করে একটি ছিনতাই মামলা রুজু করে চন্দ্রিমা থানা। অভিযোগ উঠেছে এজাহারভুক্ত ২ নং আসামী বাবলুকে আটক করেও আবার ছেড়ে দিয়েছে এসআই ফারুক।


আমি আজকে জানতে পারি যে আসামী আদালত থেকে জামিন নিয়ে এসেছে।মামলারবাদী নুরনবী জানান এসআই ফারুক মোটা অংকের অর্থের বিনিময়ে আটককৃত আসামী বাবলু কে ছেড়ে দেয় এবং জামিন নিতে সহযোগিতা করে আর বাকি দুজন আসামী দিবালোক ঘুরে বেড়াচ্ছ কিন্তু তাদের এখনো গ্রেফতার করা হচ্ছে না। নুরনবী জানাই আমি আর,এম,পি পুলিশ কমিশনার বরাবর এসআই ফারুকের বিরুদ্ধে অভিযোগ করেছি। এখন পর্যন্ত রহস্যজনক কারণে একটি আসামী ও আটক হয়নি। ভুক্তভোগী নুরুনবী আমি এসআই ফারুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো। এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত ওসি মইনুল বাশার বলেন আমি সম্পূর্ণ ঘটনা জানিনা আমি ছুটিতে ছিলাম বিষয় টি উর্ধ্বতন কর্মকর্তারা জানেন যেহুত ভুক্তভোগী নুরনবী পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেছে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ তারাই গ্রহণ করবে।