
সিলেটের ওসমানীনগরে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এই প্রণোদনার আওতায় উপজেলার ২হাজার ৩শ জন কৃষকের মধ্যে বিনামূল্যের এই বীজ ও সার বিতরণ করা হবে।
গতকাল শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিক কয়েকজন কৃষকের হাতে সার ও বীজ তুলে দিয়ে এর উদ্বোধন করা হয়। কৃষি কর্মকর্তা উম্মে তামিমার সভাপতিত্বে এবং উপসহকারি কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র সাহার উপস্থাপনায় বিতরণি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রাব্বানী, কৃষক জনাব আলী ও নাজমুল হাসান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারি কৃষিকর্মকর্তাও কৃষকবৃন্দ।