

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ
এহেসান হাবিবঃ আজ শনিবার ২৯ অক্টোবর ২০২২ বিকেল ৩.০০ টায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে আরএমপি পুলিশ লাইন্স মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২-০ গোলে জয়লাভ করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি (ভারপ্রাপ্ত) রাজশাহী মহানগর আওয়ামীলীগ, রাজশাহী, জনাব মো: ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামীলীগ-সহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।