

কাটাখালীতে দেবরদের অত্যাচারে বিধবা ভাবি বাড়ী ছাড়া
এহেসান হাবীবঃ রাজশাহী কাটাখালীর মৃধাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দেবরদের অত্যাচারের শিকার হয়ে বাড়ি ছাড়া হয়েছেন এক বিধবা ভাবি।
অভিযুক্তরা হলেন, কাটাখালী মৃধাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ০৩ ছেলে সেলিম মৃধা ডাবু, সোহেল মৃধা ও রাকিবুল হাসান।
বৃহস্পতিবার ১৯ই জানুয়ারী বেলা ৩টার দিকে রাজশাহী কাটাখালী থানাধীন মৃধাপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেন বাবুর স্ত্রী হোসনে আরা বেওয়া সাংবাদিকদের কাছে তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি ০৩ দেবরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ী থেকে রাজশাহী মহানগরীর বেলদার পাড়া এলাকায় দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় অবস্থান করছেন।
ভুক্তভোগী হোসনে আরা অভিযোগ করে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার ০৩ দেবর মিলে জমি দখলের চেষ্টা ও গাছের নারিকেল জোরপূর্বক নামিয়ে নেওয়া থেকে শুরু করে একমাত্র মাথা গোজার ঠাই বসত ভিটায় পর্যন্ত তারা তালা ঝুলিয়ে দিয়ে হুমকি ধামকি দিচ্ছে প্রতিনিয়ত। এতে করে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
হোসনে আরার মেয়ে রুমানা আক্তার বলেন, আমার বাবার মৃত্যুর পর আমার চাচারা আমার বাবার অংশের জমি নিয়ে বিরোধ তৈরি করে আসছে। এমনকি আমার বাবার বসতবাড়িতে যাওয়ার চলাচলের রাস্তাটি ও তারা বন্ধ করে রেখেছে।
এবং এই রাস্তা দিয়ে চলাচল করলে হাত পা ভেঙ্গে দিবে মর্মে গালিগালাজ ও হুমকি দেন।
আমিও আমার মা নিরাপত্তা হীনতায় ভুগছি।
এর প্রেক্ষিতে গত ০৩ জানুয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দেই।
পুলিশ এসে তদন্ত করে গেলেও আসামীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়নি। ফলে চরম বিপর্যস্ত অবস্থায় জীবন কাটাচ্ছি। আমরা এর সুবিচার দাবি করছি।
এ বিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন আমরা তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত সেলিম মৃধা ডাবুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।