Home » কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ।

কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ।

by নিউজ ডেস্ক
views

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস রুপসা পরিবহনের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন।
শনিবার বিকালে যশোর-ঝিনাইদহ সড়কের বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- যশোরের নওয়াপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে সবুজ হোসেন (৩০), খুলনার ফুলতলা এলাকার হাসিম শেখের ছেলে কিবরিয়া হোসেন (৫০), ঝিনাইদহের খাজুরা এলাকার আশরাফুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৮), আরাপপুর এলাকার শফিউদ্দিনের ছেলে সবুজ হোসেন (৩৮), মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকার আনিচুর রহমানের স্ত্রী লিপি খাতুন (৩০), কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া এলাকার তুষার দত্তের স্ত্রী কৃষ্ণা দত্ত (৩৭), শিবনগর এলাকার আব্দুল করিম গাজীর ছেলে জাহিদুল ইসলাম (৫২) ও চৌগাছা উপজেলার মাড়–য়া এলাকার আবু কালামের স্ত্রী জাহানারা বেগম (৪৫)। এরমধ্যে সবুজ হোসেন ও শাহাবুদ্দিনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতলে রেফার্ড করা হয়েছে।

banner

স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যশোরগামী রুপসা পরিবহন যাত্রীবাহী বাসের সঙ্গে ঝিনাইদহ গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটির যাত্রী ও কাভার্ড ভ্যানের চালকসহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৮ জনকে আনা হয়। এরমধ্যে সবুজ ও শাহাবুদ্দিন নামে দুইজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: