
তমাল দাসঃ রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দোকান ও কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে মোঃ আলমগীর হোসেন( বকুল) পিতাঃ মৃত মুজিবুর রহমান তিনি বর্তমানে রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা সহকারী শাখা অফিস চাকরি করেন।
অনুসন্ধানে এ বিষয়ে এলাকাবাসী জানায় যে কাজটি আলমগীর হোসেন ( বকুল) এর সন্ত্রাসী বাহিনী করেছেন সেটা খুবই জঘন্য এবং খারাপ কাজ এবং সরোজমিনে গিয়ে দেখা যায় কম্পিউটার এবং বিভিন্ন ধরনের গ্যাসের চুলা বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাঙচুর করেন যার আনুমানিক ক্ষতি হয় প্রায় ১ লক্ষাদিক টার উপরে।
বকুল এর সন্ত্রাসী বাহিনী কাঠের চলা দিয়ে এলোপাথারী মারপিট করে বিভিন্ন স্থানে ছিলা রক্তাক্ত করেন। সহধর নিজের আপন ভাইকে। ভুক্তভোগী সাংবাদিক দের বলেন পিরিজপুর ৪নং সাবেক মেম্বার মোঃ মুক্তাদির রহমান পুতুল পিতাঃ মৃত মজিবুর রহমান গ্রামঃ পিরিজপুর বাগানপাড়া গোদা গাড়ী রাজশাহী তিনি বলেন সে আমার আপন বড় ভাই আমাকে কিছু না বলে আমার আসবাবপত্র এবং ব্যবহৃত কম্পিউটারের কিছু ডকুমেন্টস ছিল ভাঙচুর করেন আমি একজন লাইসেন্সধারী ফার্মেসি আমার কাছে সে ফার্মেসিতে সন্ত্রাসী বাহিনী দিয়ে
তালা বদ্ধ করে চলে যায় ।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ হয়। পেমতলী তদন্ত কেন্দ্র আইসি মোঃ রফিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন
তদন্ত সাপেক্ষে বিষয়টি বিবেচনা করা হবে।