
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন।

ফাইল ছবি
আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের লাবলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৮) ও শহীদ মল্লিকের ছেলে শানাল মল্লিক (১৮)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, কাজ শেষ করে ট্রলি নিয়ে কাশিয়ানী উপজেলা থেকে সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামে ফিরছিল নিহত রায়হান মল্লিক ও সানাল মল্লিক। এ সময় বাগেরহাট থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৯৩১) ঘটনাস্থলে পৌঁছলে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এসময় ট্রলিটি দুমুড়ে মুচড়ে যায় ও বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে সামনের অংশ দুমুড়ে মুচড়ে যায়। এতে ট্রলিতে থাকা রায়হান ঘটনাস্থলে নিহত হন।
পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানাল মল্লিক মারা যায়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।