
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনায় অপারেশনাল কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধি ও পেশাগত বিষয়ে উৎকর্ষ সাধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদী, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর ফায়ার স্টেশনের উদ্যোগে রাত্রীকালিণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ফাইল ছবি
শুক্রবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী এলাকায় মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন। এ সময় গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।