
নতুন মাত্রা ডেস্ক : চন্দনাইশ পৌরসভার বাজারে চিংড়িতে জেলি পুশ করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ পৌরসভা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আকতার।
তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে ৭ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। মাছবিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছ ২টি এতিমখানায় বিলি করে দেওয়া হয়।