Home » জননেতা আতাউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

জননেতা আতাউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

by নিউজ ডেস্ক
৩৬ views

জননেতা আতাউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম সেনানী, তেভাগা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর, নির্যাতিত জননেতা এম আতাউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সভা আয়োজন করে।

রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহর সভাপতিত্বে এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। চিকিৎসা নিতে ভারতে অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জননেতা এম আতাউর রহমানের সন্তান ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার। অন্যান্যের মাঝে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সুব্রত দাস, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, গণমানুষের অধিকার আদায়ের সাহসী এক বীর পুরুষের নাম জননেতা আতাউর রহমান। তিনি একাধারে ছিলেন গরিবের আইনজীবী, সাংবাদিক, জনদরদী নেতা। বঙ্গবন্ধু তাকে চিনেছিলেন। যে কারণে আতাউর রহমান ন্যাপ করতেন, তবুও তাকে জেলা গভর্নর করেছিলেন শেখ মুজিবুর রহমান। এমন মহান ব্যক্তিত্ব উত্তরাঞ্চলকে সাজিয়েছেন। সারাজীবন কাজ করেছেন মানুষের অধিকার আদায়ে। কারাবরণ করেও পিছপা হননি তিনি। তারা বলেন, আতাউর রহমান নিজের কথা না ভেবে সর্বদা কাজ করেছেন জনগণের জন্য। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। এমন ব্যক্তিত্বকে স্মরণ করা আমাদের দায়িত্ব।

banner

এদিনের সভায় উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মো. সেলিম, মাজেদুর ইসলাম, জামিল হোসেন জনি, ইকবাল হাসান টাইগার, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাস, সাবেক রাসিক কাউন্সিলর ফারজানা হক, রায়হান ফেরদৌস, সামিউল ইসলাম সামু, ইয়াসমিন আরা হক, মোসা. হাবিবা, মো. আকবর হোসেন, সালাউদ্দিন আহমেদ সোহাগ, মিজানুর রহমান মিজান, মো. বাবু,সাহিদ সন, আরিফুল ইসলাম, দৈনিক সময়ের কাগজ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার স্টাফ রিপোর্টার অভিলাষ দাস তমাল, উত্তরকোণ ও দখিনের ক্রাইম পত্রিকার স্টাফ রাতুল সরকার, এহসেন হাবিব তারা, অনলাইন নিউজ পোর্টাল নতুন মাত্রার ইফফাত আরা, প্রকৌশলী রুকাইয়া চৌধুরী, প্রকৌশলী মোছা. এলিজা, রাজিব শেখ, ডা. সানজিদা ইসলাম, মো. আফ্রিদি প্রমুখ।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: