
চট্টগ্রাম প্রতিনিধিঃ কামরুল ইসলাম
জনসাধারণের দূর্ভোগ চরমে কালুরঘাট সেতু।
বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় জনগণের কষ্টের সিমা নাই চরম দূর্ভোগে পড়েছে কালুরঘাট সেতু নিয়ে । কালুরঘাট সেতু পারাপারে ভারী যানবাহনে চলাচলের ক্ষেত্রে নিয়মনীতি কাগজে সীমাবদ্ধ, কেউ মানছেনা এসব নিয়ম।অতচ এসব ট্রাক গভীর রাত্রে যদি চলাচল হত তাহলে ঘন্টা পর পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা করতে হতোনা।

ছবিঃ চট্টগ্রাম প্রতিনিধি কামরুল ইসলাম।
গতকাল রাতেও সেতুর মাঝপথে হঠাৎ একটি ট্রাকের এক্সেল ভেঙে রেলিংয়ে আটকে যায়। আর এতেই শত শত গাড়ি ও হাজারেরও বেশি মানুষ দুর্ভোগে পড়ে। যদিও বা ভাগ্যক্রমে সেতুর রেলিং ভাঙলেও ট্রাকটি নদীতে পতিত হয়নি।
রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে।
সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এতে করে বাড়ির উদ্দেশ্যে আসা কর্মজীবী লোকজনদের পড়তে হয় চরম দুর্ভোগে। যাত্রীদের অনেকে পায়ে হেঁটে সেতু পার হয়। পরে কর্তৃপক্ষ গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বোয়ালখালী থেকে মালবাহী ট্রাক (চট্টমেট্টো ট-১১-২৯০৯) সেতুর পূর্ব অংশের একাংশ যেতেই হঠাৎ বিকট শব্দে সামনের চাকার বাম পাশের এক্সেল ভেঙে রেলিংয়ের উপর ওঠে যায়। এতে রেলিং ভেঙে বাম পাশের চাকাটি শূণ্যের উপর ঝুলে পড়ে। এতে চালক কৌশলে স্টার্ট বন্ধ করে গাড়ি রেখে পালিয়ে যায়। এতে প্রায় দেড় ঘন্টা যান ও জনজট সৃষ্টি হয়ে হাজারো মানুষের দুর্ভোগ চরমে ওঠে।
প্রত্যক্ষ দর্শিরা জানান ‘৯টার দিকে সেতুর উপর এক্সেল ভেঙে একটি ট্রাক আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় সেতু পারাপার। দু’পারে কয়েকশ যানবাহন ও হাজারও মানুষ আটকা পড়ে। পরে যাত্রীদের অনেকে পায়ে হেঁটে সেতু পারাপার করতে দেখা গেছে।’
রাত সাড়ে ১০টার দিকে সেতুতে আটকে পড়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।