Home » জবির এনএসসিসি ক্লাবের ঈষর্ণীয় সাফল্য জাবির প্রজাপতি মেলায়

জবির এনএসসিসি ক্লাবের ঈষর্ণীয় সাফল্য জাবির প্রজাপতি মেলায়

by নিউজ ডেস্ক
views

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনুষ্ঠিত প্রজাপতি মেলায় প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান এবং বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নেচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব’ (এনএসসিসি) এর সদস্যরা।

ফাইল ছবি

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’এই স্লোগানে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়।

প্রতিবারের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নেচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাবের সদস্যদের অংশগ্রহণ ছিলো স্বতঃস্ফূর্ত। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফাহিমা আক্তার সুমি এবং আলী আকবর। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির আহমেদ এবং জয় বিশ্বাস এবং বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আমেনা আক্তার আনিকা।

প্রজাপতি মেলায় প্রজাপতি সম্পর্কে ক্লাবের সভাপতি সজীব বিশ্বাস বলেন, প্রজাপতি দেখতে যেমন চমৎকার ঠিক তেমনই বৈচিত্র্যময় তাদের জীবনচক্র। বাগানকে সুরক্ষিত রাখা, পরিবেশকে পরিষ্কার করা, জলবায়ু বুঝতে সাহায্য করায় এদের ভূমিকা অনস্বীকার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাব এই উদ্দেশ্যে নিরলস কাজ করে আসছে।

banner

ক্লাবের সাধারণ সম্পাদক মো. তানজিলুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাব এর এই সাফল্য আমাদেরকে প্রেরণা যুগিয়েছে, সামনের বছর আমরা আরো ভালো করবো। প্রজাপতি আমাদের জীববৈচিত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রজাপতি সংরক্ষণে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, ‘প্রজাপতি যেমন দেখতে অনন্য সুন্দর, তেমনই এদের জীবনচক্রও অনেক বৈচিত্রময়। বাগানকে সুরক্ষিত রাখা, পরিবেশের বাস্তুতন্ত্ৰ ঠিক রাখা, জলবায়ু বুঝতে সাহায্য করার ক্ষেত্রে প্রজাপতির ভূমিকা অনস্বীকার্য। প্রকৃতিকে সুরক্ষিত রাখা থেকে শুরু করে পরিবেশ পরিষ্কার করা কিংবা জলবায়ু বুঝতেও প্রজাপতি আমাদের সাহায্য করে। প্রজাপতি আমাদের জীববৈচিত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রজাপতি সংরক্ষণে আমাদের সবাই এগিয়ে আসা উচিত। সেই উদ্দেশ্যেই আমরা মেলায় অংশগ্রহণ করেছিলাম। সফলতা আমাদের প্রেরণা যোগাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাব এই উদ্দেশ্যে নিরলস কাজ করে আসছে প্রতিনিয়ত।’

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: