
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যাগে নবীন বরন, আইকিউ কম্পিটিশন, সাইন্স শো ও সাংস্কৃতিক (সন্ধা) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সায়েন্স শো, ফাইল ছবি
রবিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ক্লাব সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বিকাল ৪টায় এ অনুষ্ঠান শুরু হয়।
এসময়ে ইউটুডিয়েক্সের সিইও আলসান শাহরিয়ার বলেন, আমাদের বাংলাদেশে আইনস্টাইনের মত বিজ্ঞানীরা কেন বের হয়না। কারণ আমাদের তরুণ শিক্ষার্থীরা বিসিএস, ব্যাংক, সরকারি, প্রাইভেট চাকুরের পিছনে সময় ব্যয় করে। বিজ্ঞানের কাজে সময় দেয় না। তিনি আশা করেন নবীন শিক্ষার্থীরা বিজ্ঞানের নতুন উদ্ভাবনায় সময় দিবে।
বিশেষ অতিথি হিসাবে বিসিএসআইআর-এর পরিচালক ড. মো. সেলিম খান বলেন, অনেক সময় নিজের পছন্দমত সাবজেক্ট না পেয়ে আমরা হতাশ হোয়। এই হতাশ না হয়ে ভবিষ্যতে ভালো কিছুর প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ ও জনতার কল্যাণের জন্য কাজ করার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি।