
নিজস্ব প্রতিবেদকঃ ১৫ই আগস্ট মহান স্বাধীনতার স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত রানীনগরস্থ সিটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এই কার্যক্রমে প্রায় অর্ধ-শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ প্রদান করা হয় এবং ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মাঝে বিনামূল্যে পুষ্টিপ্যাক বিতরন করা হয়।
সেই সাথে ডেঙ্গু রোগ বিস্তার প্রতিরোধে রোগীদের সচেতন করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ইনচার্জ
ডা: মো: তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডা: মোসা: আমিনা ফেরদৌস,ডা: তামান্না বাসার রুথি, ডা : খন্দকার উম্মুল খায়ের ফাতেমা শোভা ও ডা: সাদিয়া রেজভী সহ স্যাকমো রাজু আহম্মেদ রাসেল, প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মো: নজরুল ইসলাম, ফার্মাসিস্ট লিটন কুমার সাহা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।