

রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এহেসান হাবিবঃ জাতীয় সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহিলা আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার সকাল সাড়ে দশটায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়,জাতীয় মহিলা আইনজীবি সমিতির পরিচালক দিল সিতারা চুনি,জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা বেগম, দিনের আলো হিজরা সংগঠনের সভাপতি মোহনা সহ রাজশাহীর নারী নেতৃত্বের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর উন্নয়ন অব্যহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরী দাবি করে জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষনের দাবি জানান বক্তারা।এই দাবি বাস্তবায়িত হলে নারীদের অগ্রগতি হবে ও নারীরা আরো এগিয়ে যাবে।নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান আয়োজকরা।