

দুইটি অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিল সহ ০৩ জন আসামী আটক।
এহেসান হাবিব রাজশাহীঃ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুইটি অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিল সহ ০৩ জন আসামী আটক। ১ম অভিযানে, আসামি ০১) মোঃ সেলিম রেজা (৩০) পিতা- মোঃ নজরুল ইসলাম সাং পিরোজপুর (তোহাখানামোড়),থানা- শিবগঞ্জ কে ইং ০৪/১১/২২ তারিখ রাত্রী ২০:৪৫ ঘটিকায় কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল থেকে ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় । ২য় অভিযানে, ধৃত আসামীদ্বয় ০১। মোঃ জরিফ(২০), পিতাঃ মোঃ মর্তুজান, সাং-নামো চাকপাড়া, ০২। মোঃ আব্দুর রাকিব(২৬), পিতাঃ মোঃ সাদিকুল ইসলাম, সাং-আজমতপুর মন্ডলটোলা, থানাঃ শিবগঞ্জ, সর্ব জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ০৫/১১/২০২২ খ্রিঃ তারিখ ০৯:৪৫ ঘটিকায় নাচোল থানাধীন নেজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর গ্রাম থেকে একটি Apache RTR মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৫(পঁচাত্তর) ফেন্সিডিল সহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।