

জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৩ জনকে আটকও মাদকদ্রব্য উদ্ধার
তমাল দাসঃ সোমবার ২৮-১১-২০২২ খ্রিঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৩ জন, বাঘা থানা ০২ জন ও ডিবি পুলিশ ০১ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং রিপন মারডি(২৪), ২নং অনিল মুরমু(৩৫) ও ৩নং মোঃ আল আমিন ওরফে ন্যাশনাল(৪০) কে ৭০লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ নাজমুল হোসেন(২১) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ ভাষান(৪৪) কে ১০০লিটার চোলাইমদ ও ২নং মোঃ আশিক ইকবাল(২৪) কে ০৫কেজি ৩০০গ্রাম গাঁজার গাছসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ শরিফুল ইসলাম(৫০) কে ০১কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।