

জেল হত্যা দিবসে রাজশাহীর পুলিশ সুপার মহোদয়ের বিনম্র শ্রদ্ধা
তমাল দাসঃ আজ সকাল ৯.০০ টায় জেল হত্যা দিবস ২০২২ উপলক্ষে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর মাজারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।