

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন
এহেসান হাবিবঃ রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে আজ ১৫ নভেম্বর ২০২২ সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়। মেলা উদ্বোধন শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র স্টল-সহ অনান্য স্টলসমূহ পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: তৌহিদুল আরিফ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: গোলাম রুহুল কুদ্দুস-সহ অফিসার ফোর্সবৃন্দ।