
নিজস্ব প্রতিবেদকঃ “তারুণ্যের উদ্যোগে,একসাথে একযোগে” স্লোগানকে সামনে রেখে সামাজিক কার্যক্রম ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে একঝাক তরুণ তরুণী। গত বৃহস্পতিবার ২০/৪/২৩ তারিখে। বিকেলে তারুণ্যের উদ্যোগের আয়োজনে পথ শিশুদের ও গরীব দুস্থদের মাঝে র্শাট টিশার্ট পাঞ্জাবি ও ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়। প্রতিটি ব্যাগে চাল, চিনি, সেমাই, আলু, পেয়াজ, ও সয়াবিন তেল ইত্যাদি প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজশাহী পদ্মা প্রেসক্লাবের ব্যবস্থাপনা সম্পাদক, নতুন মাত্রা অনলাইন পোর্টাল ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার স্টাফ রিপোর্টার মো: রাজিব শেখ ও অনুষ্ঠানের সঞ্চালনা করেন সোনিয়া হালদার এ সময়
উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মো: আনোয়ার হোসেন আনার উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ জুবায়ের, রাহিদ,সবুজ, আয়ান, তানিম, রবিন,ফরহাদ,মারুফা,সম্পা,রুহি,আখি, সাথী,ঐশী প্রমুখ।
অনুষ্ঠানের বক্তব্যে আব্দুল মোমিন বলেন, তারুণ্যের উদ্যোগ সংগঠনের মাধ্যমে রাজশাহীর তরুণ সমাজ দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, এই তরুণেরাই পারবে আধুনিক রাজশাহীর রূপকার এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের স্বপ্নের রাজশাহীকে মাদকমুক্ত তরুণ সমাজ উপহার দিতে। তারুণ্যের উদ্যোগ সংগঠনকে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আনোয়ার হোসেন আনার। তিনি বলেন, পরিচ্ছন্ন গ্রীন সিটি, ক্লিন সিটি রাজশাহীর সৌন্দর্যকে ধরে রাখতে এই তরুণ সমাজ কাজ করবে। সমাজে মাদকাসক্ত তরুণ সমাজকে ফিরিয়ে আনতে তারুণ্যের উদ্যোগ বিশেষ গুরুত্বারোপ করবে। এর জন্য সম্পূর্ণ বিনা খরচে তার নিজ ওয়ার্ডে মাদক নিরাময় কেন্দ্রে পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন। তারুণ্যের উদ্যোগ সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।