
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে, বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর, গাইবান্ধা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রিটানিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

ফাইল ছবি
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান (পিএসসি, রিজিয়ন কমান্ডার,বিজিবি রংপুর), আব্দুল বাতেন (ডিআইজি, রংপুর রেঞ্জ), মোঃ মনিরুজ্জামান (পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ), আব্দুস সামাদ (পরিচালক, আনসার ভিডিপি রংপুর রেঞ্জ), কমান্ডার আরাফাত ইসলাম (এমবি) (এনইউপি পিসিজিএম, বিএন, অধিনায়ক,র্ র্যাব-১৩, রংপুর), আজিজুল ইসলাম (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর) সহ উল্লেখিত জেলার রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক), পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।