
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
আজ বিকালে (২৫ নভেম্বর) তার অফিসে একথা বলেন তিনি।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকা কালীন সময় সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার ও নির্যাতনচালিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে।আওয়ামীলীগের প্রেতাত্বাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই চলবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।
তিনি আরো বলেন, আমরা আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের কাজ করার জন্য আহবান জানাই।