Home » নওগাঁয় ভণ্ড কবিরাজদের প্রতারণার নিউজ করায় সাংবাদিককে জবাই করার হুমকি

নওগাঁয় ভণ্ড কবিরাজদের প্রতারণার নিউজ করায় সাংবাদিককে জবাই করার হুমকি

by নিউজ ডেস্ক
১৯ views

রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের প্রতারণা বেড়ে চলেছে।ভন্ড কবিরাজদের প্রতারণার নিউজ প্রকাশ হলে সাংবাদিক মুজাহিদকে জবাই করার হুমকি থানায় অভিযোগ । জানাগেছে ঝাড় ফুঁকের পাশাপাশি,যৌন-উত্তেজক সিরাপ তুলে দিচ্ছেন রোগীর হাতে। আবার কেউ গোণা পড়ার নামে মিথ্যা অভিনয় ও কৌশলে সাধারণ মানুষদের কাটছে পকেট। আবার কেউ কেউ এদের থেকেও অনেক উপরে। বিশেষজ্ঞ ডাক্তার যে সব রোগীর চিকিৎসা করতে ব্যার্থ সেইসব রোগীর পরিবারের মানুষদের বিভিন্ন টোটকা জাদু দেখিয়ে রোগী ভালো করার জন্য বেহুলার গান দিয়ে হাতিয়ে নিচ্ছে এক নাইট ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সেই সাথে মুসলমানদের ঈমান নষ্ট করছে এবং মুসলমানদের পূজা করতে বাধ্য করছেন বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের দেওকুড়ি গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে মোঃ মান্নান কবিরাজ সহ
উপজেলার মিঠাপুর ইউনিয়নের বিক্ষাত কবিরাজ সামছুল, হাকিমপুর গ্রামের বসবাস কারী জিহাদ,মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামের খোকন হোসেন,কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের সাহেরা বেওয়া,বিলাসবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের কাওছার কবিরাজ। নিজ উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলায় প্রতিনিয়ত কোনও না কোন স্থানে অসুখ ভাল করার নামে মুসলমানের বাড়ীতে বেহুলার গান পরিচালনা করেন ঐ সব ভন্ড কবিরাজ।

কবিরাজ গণদের ভাষ্যে জানা যায় , তাদের করো কাছে সন্যাস,কারো কাছে মাদার, কারো কাছে জ্বিন, পরী,কারো কাছে মনস্যা দেবী, ও পদ্মা দেবী, আছে।তারা ধ্যানে বসে গোনাপড়া করে নাকি বলে দিতে পারেন রোগের ধরন। সেই অনুপাতে তার চিকিৎসা দিয়ে থাকে। যে রুগি গুলোকে ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারেন না সে রুগি গুলোকে তারা ভালো করে তুলতে পারে। সব ধরনের রোগ যেমন ক্যানসার,প্যারালাইসিস, কিডনি নষ্ট,পাগল, প্রতিবন্ধী ও বন্ধ্যানারী সহ সকল রোগের চিকিৎসা করে থাকে। তারা নাকি চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়েই সেবা দিচ্ছে। জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা চিকিৎসাবিদ্যা না থাকলেও সমাধান দিচ্ছেন জটিল সব রোগের। প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ। বর্তমানে বাংলাদেশ সরকার মানুষের ১শত ভাগ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চিকিৎসকরা দিনরাত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত এই সব ভন্ড প্রতারক কবিরাজরা গ্রামের সাধারন মানুষদের ভুল বুঝিয়ে চিকিৎসার নামে প্রতারনা করছে। সচেতন মহল দাবী ঐ সব ভন্ড কবিরাজদের হাত থেকে সাধারণ মানুষদেরকে রক্ষা করতে দ্রুত তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। বদলগাছী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ নিউজ প্রকাশ করলে মান্নান কবিরাজ মোবাইল ফোনে জবাই করার হুমকি বার্তা প্রদান করেন বলে কল রেকর্ডে প্রমান রয়েছে । উক্ত বিষয় টি নিয়ে বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফেরদৌস হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম, আশিক, সাগর হোসেন সহ সকল সদস্য যৌথ সিদ্ধান্তে মোবাইল ফোনে ওসি মাহবুবর রহমানের সঙ্গে পরামর্শ ক্রমে গত ২৯/৬/২৪ ইং তারিখে জবাই করার হুমকি দাতা মান্নান কবিরাজ কে আসামি করে থানায় অভিযোগ দাযের করেন বদলগাছী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন। ওসি তদন্ত মাহবুব আলম উপস্থিত সাংবাদিকদের জানান সঠিক তদন্ত করে সাংবাদিক ভাইদের কে আইনিসেবা প্রদান করিবে বদলগাছী থানা।

banner

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: