
এহেসান হাবীব তারা রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোতালেব হোসেন বাপ্পি (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সন্ধা ৭টায় নগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মোতালেব হোসেন বাপ্পি ওই এলাকার মৃত বাবু আলমের ছেলে।
মৃত বাপ্পির মা মর্জিনা জানায়, সোমবার দুপুরের খাওয়া শেষে বাপ্পি তার নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। সন্ধা হয়ে গেলেও ঘর থেকে বের হচ্ছে না দেখে তার ঘরের দরজায় ধাক্কা দেই। ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আশ-পাশের লোকজনকে ডাকেন তিনি। এ সময় প্রতিবেশীরা তার ঘরের দরজা ভেঙ্গে দেখেন গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় বাপ্পির নিথর দেহ ঝুলে আছে। এ সময় তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মসলেম ঘটনাস্থলে এসে বাপ্পির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে স্থানীয় জানায়, স্ত্রী’র বাবার বাড়ী গেছে। তাঁর সাথে কলোহের জের ধরে বাপ্পি আত্মহত্যা করেছে।
জানতে চাইলে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মোসলেম জানান, বাপ্পি নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রুজু করা হবে বলেও জানান তিনি।