
তমাল দাস: হানিট্র্যাপের ফাঁদে পড়ে এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ শহরতলির হরিদেবপুরে। গত ৬ অক্টোবর বাড়ি থেকেই উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত দেহ। হরিদেবপুরে ফের এমন কাণ্ড ঘটায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ওই যুবকের পরিবারের দাবি, ঘটনার আগে বেশ কয়েকদিন ধরেই ভীষণ অন্য মনস্ক ছিলেন ওই যুবক। বাড়ির সকলের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছিলেন। কাজকর্মও বন্ধ করে দিয়েছিলেন। এমনকি বন্ধুবান্ধবদের সঙ্গে দেখাও করতেন না। পরিবারের সদস্যরা বারবার তাঁর কাছে এমন আচরণের কারণ জানতে চাইলেও কাউকে কোনও কথা বলতে পারেননি তিনি।
পরে নিজের ঘনিষ্ঠ এক বন্ধুকে গোটা বিষয়টি তিনি খুলে জানান। বলেন, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। দু’জনের মধ্যে ভালই কথাবার্তা হচ্ছিল। এরই মধ্যে ওই মহিলা একটি নগ্ন ছবির সঙ্গে এডিট করে ওই যুবকের মুখ বসিয়ে দেয়।
তারপর সেই সুপার ইম্পোজ ছবি পাঠিয়ে যুবককে নানাভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই মহিলা। যুবকের থেকে এমনটাই জানতে পারে ওই বন্ধু। তিনিই বিষয়টি পরে যুবকের পরিবারকে জানান।