
শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা। আজ শনিবার বিকেলে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌছে চার উপদেষ্টা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
চার উপদেষ্টা হলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে.জে জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় তারা স্মৃতিসৌধ প্রাঙ্গনে চারটি গাছের চারাও রোপন করেন। এসময় চার উপদেষ্টা দেশ পরিচালনায় সবার সহযোগীতা কামনা করেন।