
ইফফাত আরাঃ গত ১৬ মে ২০২৩ নারী উদ্যোক্তা পূর্ণমিলনী ২টা নাগান অনুষ্ঠিত হয় অরিক্স রেস্টুরেন্ট।পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসা: শ্রাবনী আক্তাশর নিশা।সভাপতি নারী উদ্যোক্তা রাজশাহী জেলা। পরিচালনা করেন মোসা: হাফিজা ইসলাম গ্রুপ মডরেটর।প্রধান অতিথি ছিলেন সপ্না আনান, রাজশাহী সিটি কর্পোরেশন সমবায় সমিতি বিক্রয়ের প্রথম সাংবাদিক। এছাড়াও আরো অনেকে কে ছিলেন পিয়ালী সাহা পেজ স্পন্সার, শামীমা আকতার, নিসিত মেকওভার। আজাদী ইয়াসমিন আশা, ড্রিম ব্রাইডাল এন্ড স্পা বাই আশা। খাদিজা আক্তার, নারী উদ্যোক্তা চাপাই প্রতিনিধি। অনুষ্ঠানে প্রথম পর্যায়ে সবাই একে একে তাদের পরিচয় দেন।এরপর প্রধান অতিথি বলেন যে আমরা সকলে একসাথে একত্রিত হয়ে কাজ করলে সকলেই এক সাথেকাজে করলে একে অপরকে সাহজোগিতা করতে পারবো। সহজোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা নারী আমরা পারি এই স্লোগানে কাজ করে যেতে হবে।এ সময় নারী উদ্যোক্তারা বলেন সপ্না আনান তার বক্তব্বে বলেন বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সর্বোচ্চ সম্মান দিয়েছেন এবং নারীরা যে স্বাধীনভাবে নিরাপদে কাজ করতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন।নারীদেরকে তিনি সবজায়গায় প্রাধান্য দিয়েছেন নারীরা যাতে এগিয়ে যাই এজন্য তিনি কাজ করে যাচ্ছেন।