Home » নাশকতার মামলায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার

নাশকতার মামলায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার

by নিউজ ডেস্ক
views

বিএনপির ডাকা অবরোধ সমর্থনে নওগাঁয় মিছিল বের করলে সেই মিছিল থেকে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (২৭নভেম্বর) সোমবার বিকেল ৩টায় শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌঁছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশকে গ্রেপ্তার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন এজহারভুক্ত আসামি। এত দিন পলাতক ছিলেন। আজ বেলা ৩টার দিকে পুলিশ তাঁর অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

banner

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘গত ২৯ অক্টোবর আমি ঢাকায় ছিলাম আমার সাথে বায়েজিদ হোসেন পলাশসহ দলের অনেক নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছিলাম। অথচ ওই মামলায় তাঁর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলো।

তিনি আরোও বলেন, এ ধরণের মিথ্যা ও গায়েবী মামলায় গত এক মাসে শুধু নওগাঁ সদর উপজেলা থেকেই এ নিয়ে বিএনপির ১২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। পুরো জেলায় এসব গায়েবি মামলায় প্রায় ৬ শতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেন তিনি।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: