

নিখোঁজ মেয়ে শিশু উদ্ধার
এহেসান হাবিব রাজশাহীঃ কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ইং ২৫/১০/২০২২ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় থানা এলাকায় টহলরত পুলিশ অফিসার ও ফোর্স কাশিয়াডাঙ্গা মোড়ে একটি মেয়ে শিশুকে একাকি ঘোরা-ঘুরি করিতে দেখিয়া তাকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করেন এবং তাৎক্ষনিক টহলরত পুলিশ অফিসার উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশনায় শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। অতঃপর জনাব এসএম মাসুদ পারভেজ, অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী জিজ্ঞাসাবাদে উক্ত মেয়ে শিশুটি নাম-ঠিকানা # মোঃ সুমাইয়া খাতুন (০৮), পিতা-মোঃ কামাল হোসেন, মাতা-মোছাঃ রুপা খাতুন, সাং-আমনুরা রেলগেট, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ বলিয়া প্রকাশ করে। কাশিয়াডাঙ্গা থানার বেতার যন্ত্রের মাধ্যমে রাজশাহী মহানগরী সহ রাজশাহী জেলার বিভিন্ন পুলিশ স্টেশনে নিখোঁজ শিশুর সংবাদ পাঠানো হয়। সম্ভব্য স্থান সমূহে যোগাযোগ অব্যহত রয়েছে। কেউ নিখোঁজ শিশুটির সন্ধান জানিতে পারিলে দ্রুত ০১৩২০-০৬১৮৯০, ডিউটি অফিসার, কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী অথবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোলরুম, রাজশাহী বরাবর যোগাযোগের জন্য অনুরোধ করা হইল।