Home » নৈরাজ্য সৃষ্টি করলে নির্বাচন বাতিল-রাজশাহীতে ইসি রাশেদা

নৈরাজ্য সৃষ্টি করলে নির্বাচন বাতিল-রাজশাহীতে ইসি রাশেদা

by নিউজ ডেস্ক
views

নিরেন দাস, বিশেষ প্রতিনিধি;

সরকারের দায়িত্বে নিয়োজিত প্রভাবশালীরা নির্বাচনে প্রভাব খাটালে কমিশন তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নিবে। ভোটের দিন নৈরাজ্য সৃষ্টি করলে নির্বাচন বাতিল করা হবে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ভোটের দিন যে কোনো ধরনের নৈরাজ্য করা হলে প্রার্থিতা বাতিলসহ নির্বাচন স্থগিত-বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার উপজেলার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। এসময় প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

banner

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ওই দিন কোনো রকম উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, সহিংস আচরণ, ভোট কেন্দ্র দখল করার মত দুঃসাহস করবেন না। আপনার অবৈধভাবে যে ব্যালটই রাখেন না কেন আমাদের কাছে তথ্য গেলে ও প্রমাণ পেলে সেই ভোট বাতিল করে দিব যেকোনো মুহূর্তে। ইসি রাশেদা বলেন, কোনো প্রার্থী অসদাচরণ ও আচরণবিধি ভঙ্গ করলে আমরা কিন্তু নির্বাচনের মুহূর্তেও প্রার্থিতা বাতিল করে দিব। ভোটের দিন যে কোনো নৈরাজ্যমূলক আচরণ করলে আমরা কিন্তু নির্বাচন স্থগিত করব, নির্বাচন বাতিল করব, প্রার্থিতা বাতিল করব। তিনি বলেন, যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। সরকারের দায়িত্বে নিয়োজিত প্রভাবশালীরা এই নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নিবে। রাশেদা সুলতানা আরও বলেন, আমরা লক্ষ্য করছি পছন্দের প্রার্থীর পক্ষে সু-দৃষ্টি দিয়ে সরকারের অতি সুবিধাভোগী কিছু ব্যক্তি এ নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ওই সমস্ত পদে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ করব; দয়া করে আপনারা আপনাদের জায়গায় থাকেন।

আপনি এলাকার ভোটার, আপনি আসবেন-ভোট দিবেন চলে যাবেন। আপনি যে পর্যায়ে আছেন-আপনি আপনার মান ইজ্জত রক্ষা করবেন। আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটে যেতে পারে। এর দায় আমরা নিব না। আপনারাই সেটা বহন করবেন। আপনারা নিজের মর্যাদায় থেকে দায়িত্ব পালন করবেন। প্রার্থীদের উদ্দেশ্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটার বিহীন নির্বাচনের সৌন্দর্য, গ্রহণযোগ্যতা কিংবা আনন্দও নেই। ১০ শতাংশ ভোট পেয়ে জেতা আর ৮০ শতাংশ ভোট পেয়ে জেতার মধ্যে পার্থক্য আপনারাই বুঝতে পারবেন। তাই আপনারা চিন্তা করেন, পরিবেশ নষ্ট করে ১০ শতাংশ ভোটে জিততে চান, না ভোটার এনে ৮০ শতাংশ ভোটে জিততে চান। আপনাদের উপর এই সিদ্ধান্ত নেয়ার ভারটা ছেড়ে দিলাম।

তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। জনগণের মনে যেন গেঁথে থাকে এমন একটি নির্বাচন হবে এবার। তাই নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিশন চায় না।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, কোন প্রার্থী জিতল, কোন প্রার্থী জিতল না, এ নিয়ে ইসির কোনো মাথাব্যথা নেই। নির্বাচন কমিশনের একটি নির্দেশনা, আপনার সব প্রার্থীকে সমান চোখে দেখবেন, নিরপেক্ষতার সঙ্গে দেখবেন, যে হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। কমিশনের নির্দেশনা যিনি প্রতিপালন করবেন না, তার দায়দায়িত্বও তিনি নিবেন। আপনাদের কৃতকর্মের দায় কমিশন বহন করবে না।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: