
পটুয়াখালীর বাউফলে টয়লেটের সেপটিক
ট্যাংক থেকে আতিকুল ইসলাম(১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযাগে ইসমাইল নামের অপর এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার পাকডাল গ্রামর ফজলুর রহমান রাহিমীয়া নূরানী মাদ্রাসার টয়লেটের সেপটিক ট্যাংকর মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিকুল পার্শ্ববর্তী বাকরগঞ্জ উপজলার দুরঘাপাশা ইউনিয়নর সরোয়ার সরদারের ছেলে। পুলিশের ধারনা বলাৎকারের পর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ওই শিক্ষার্থী তাকে হত্যা করেছে।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, গত শুক্রবার জুমার নামাজর পর ওই শিক্ষার্থী নিখাজ হয়। গতকাল তার সহপাঠী ইসমাইল হাসনের আচরণবিধি সদহজনক হলে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পুলিশ রাতেই আতিকুলের লাশ উদ্ধার করে এবং ব্যাপক জিজ্ঞসাবাদ ইসমাইল বলাৎকারর পর তাক হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার কর।