

পুলিশ কনস্টেবল নভেম্বর ব্যাচের সাত বছর পূর্তি উপলক্ষে নভেম্বর ব্যাচ কর্তৃক আয়োজিত আনন্দ সন্ধ্যা
এহেসান হাবিবঃ ১২/১১/২২ ইং তারিখ সন্ধ্যা ৭.৩০ টায় ২০১৫ সালের পুলিশ কনস্টেবল নভেম্বর ব্যাচের সাত বছর পূর্তি উপলক্ষে নভেম্বর ব্যাচ কর্তৃক আয়োজিত আনন্দ সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ২০১৫ ব্যাচের সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং পেশাদারিত্ব, সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে ভবিষ্যতে এগিয়ে যাবার ব্যাপারে সকলের প্রতি আহবান জানান।