Home » পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনায় পেশাদার চোর, ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনায় পেশাদার চোর, ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

by নিউজ ডেস্ক
৭৫ views

রাজীব আলী রাতুল: রাজশাহী নগরীতে পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনায় পেশাদার চোর, ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার গভির রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআই মোস্তফা ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ পলাশ কবির (২৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকার মৃত সুরে জামালের ছেলে, মোঃ সাগর ইসলাম অরফে ইমন (২৯), মতিহার থানাধীন সোরাফানের মোড় আমবাগান এলাকার মোঃ সামাদ মন্ডলের ছেলে, মোঃ রকি (৩৫), বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনী দোসর মন্ডলের মোড় এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও একই থানার মৃত ইসলাম শেখের ছেলে মাঃ সোহেল (৪০)।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

banner

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, পুলিশ সদস্য জয়ন্তু কুমার (২৯৬০) দাঙ্গা দমন বিভাগ , পুলিশ লাইন আরএমপি রাজশাহী।

তিনি গত বৃহস্পতিবার (৬এপ্রিল) নগরীর রাজপাড়া থানাধীন রেঞ্জ ডিআইডি অফিসের সামনে থেকে বাজারে আসার জন্য একটি অটোতে ওঠেন। ওই সময় মুখে মাস্ক পরিহিত দুইজন যুবক অটোতে ছিলো। ৩/৪ মিনিটের মধ্যে মাস্ক পরিহিত দুইজন যুবকের মধ্যে একজন পুলিশ সদস্যের মুখে রুমাল ধরলে তিনি তাৎক্ষনিক জ্ঞান হারিয়ে ফেলে। এদিন ইফতারের আগে জ্ঞান ফিরে দেখেন তিনি একটি বাসার মেঝেতে পড়ে আছে। পাশে অপ্সাতনামা কয়েকজন তাকে বলে যা আছে বের করে দে। ভয়ে তিনি তার কাছের নগদ ৩৫০০/-টাকা দেন। তবে ১৫ হাজার টাকা মূল্যের ২টি রূপার আংটি ও ১টি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং আরও টাকা দাবি করে। ওই সময় পুলিশ সদস্যদের কাছে রক্ষিত ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড কেড়ে নেয় এবং পিন নম্বর চায়। নম্বর না দেওয়ায় তাকে ব্যাপক মারধর করে। নিরুপায় হয়ে তিনি তার কার্ডের পিন নম্বর বলে দেন। পিন নম্বর পেয়ে উদয়, পলাশ ও রকি মিলে মতিহার থানাধীন তালাইমারী ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে ঢুকে কার্ড থেকে ৮ হাজার টাকা উত্তোলন করে। অতিরিক্ত মারধরের কারণে পুলিশ সদস্য জয়ন্তু কুমার পূণরায় জ্ঞান হারিয়ে ফেলে। তাকে জ্ঞান ফেরানোর জন্য ছিনতাইকারীরা সিগারেটের আগুন দিয়ে হাতে ও পায়ে ছ্যাক দিয়ে পুড়িয়ে দেয়। এদিন সন্ধ্যার পর ছিনতাইকারীরা নিজেদের বাঁচানোর জন্য ওই পুলিশ সদস্যকে নিয়ে মতিহার থানাধীন রেডিও (বেতার) সেন্টারের মাঠে বাগানে ভেতর নিয়ে ফেলে রাখে। এক সময় জ্ঞান ফিরলে তিনি উঠে দাড়ালে তাকে পলাশ, উদয় পাওয়ার হাউজ পাড়া এলাকার কুখ্যাত চোর ও ছিনতাইকারী জাহেদালির ছেলে রুমেল তাকে মারধর করতে থাকে। ওই সময় আশে পাশে বসতির বসবাসরত ও মোটরশ্রমিকের কাজে জড়িত লোকজন এগিয়ে আসলে অটোচোর বলে চিৎকার করে অপহরণকারী ও ছিনতাইকারীরা। এ সময় জনতা পুলিশকে খবর দেওয়ার জন্য ৯৯৯-এ ফোন দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। বিষয়টি লোকমুকে শুনে মতিহার থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ ব্যপারে ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তাং-০৯/০৪/২০২৩, ধারা-৩২৮/৩৪২/৩৬৪/৩৯৪/৩৪ পেনাল কোড।

ওসি আরও বলেন, আসামীরা সংঘবদ্ধ চোর ও ভয়ংকর ছিনতাইকারী চক্র। পুরো রাজশাহীজুড়ে তাদের নেটওয়ার্ক রয়েছে। এদের লিডার পাওয়ার হাউজপাড়ার জাহেদালির ছেলে রুমেল। তাদের নির্দিষ্ট আয়-রোজগারের কোন উৎস নাই। তারা সকলেই মাদক সেবন করে। মাদক সেবনের টাকার জন্য অপহরণ, চুরি, ছিনতাই এমন কোন অপকর্ম নেই যা তারা করে না। পলাতক ও প্রধান আসামী রুমেলকে গ্রেফতারে অভিযান চলছে।

রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান ওসি।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: