
রুকাইয়া চৌধুরীঃ রাজশাহী নগরীর ষষ্ঠী তলা এলাকায়
পোষা কুকুরটিকে ফুটান্ত গরম পানি নিক্ষেপ করে হত্যার উদ্দেশ্যে। কুকুর পরজীবীর মধ্যে অধিক পরিচিত
কুকুর পালনে এটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন আমাদের সমাজের কতিপয় পশু ভক্ত।
গত ০১ জানুয়ারি ২৩ ইং রোজ বুধবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় পৃর্ব শক্রতার জেরে নিরীহ পোষা কুকুরটির উপর ফুটন্ত গরম পানি নিক্ষেপ করেন।
নগরির ষষ্ঠী তলা এলাকায় চম্পা (৩৪) এলাকাবাসি মন্তব্য জঘন্য খারাপ কাজ করেছেন পশুরর উপর ফুটান্ত গরম পানি নিক্ষেপ এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বিবেকহীন মানুষের মধ্যে পশু শুলভ ভালবাসা নাই? কি ভাবে এই নেক্কারজনক কাজ করেন বিবেকহীন চম্পা।
পোষা কুকুরটি অভিলাষ দাস তমাল পালিত কুকুর নগরীর মডেল বোয়ালিয়া থানায় অভিযোগ করেন বিবাদী আক্রোশ মূলক ভাবে পোষা কুকুরটির পিঠের ওপর ফুটন্ত গরম পানি ইচ্ছাকৃত ভাবে নিক্ষেপ করেন।
পরবর্তীতে পালিত পোষা কুকুরটির চিকিৎসা করান তিনি। বিবাদী চম্পাকে বিষয় টা জানাতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালাগালি করেন অমানবিক আচরণ। এলাকাবাসি বিষয় টির সত্যতা নিশ্চিত করেন।