
প্রেস বিজ্ঞপ্তি : এই মর্মে আমরা ( বাবু, ঘোষ বাবু, ওলী) একযোগে প্রতিবাদ করিতেছি যে, গত ০৭-১০-২২ ইং তারিখের রাজশাহীর স্থানীয় দুইটি সুনামধন্য প্রিন্ট (দৈনিক সোনালী সংবাদ ও দৈনিক সানশাইন) পত্রিকায় “মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে আমাদের নামে (বাবু, ঘোষ বাবু ও ওলি) অভিযোগ করা হয় যে, আমরা নাকি র্যাবের যোগসাজশে রকি নামের এক যুবককে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাসিয়েছি যা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। মূলত আমাদের কে এলাকাগত ভাবে হেওপ্রতিপন্য ও মানস্মমান ক্ষুন্য করতে তারা এই অভিযোগ করেছে।
উল্লেখ্য যে, রকি এলাকাগত ভাবে একজন সন্ত্রাসী নামে পরিচিত, সে এহেন অপরাধ নাই যেটার সাথে যুক্ত থাকে না। প্রতিনিয়ত তার বাসায় বসে মদ,গাজা ও জুয়ার আসোর এবং এলাকায় কয়েকজনের সমন্নয়ে গড়ে তুলেছে ‘সাথী হারা’ নামের একটি গ্যাং যার প্রধান হচ্ছে এই রকি। বলা যায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেছিল এই রকি।
গত ২০২১ সালে তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় এবং বাধা দেয়ায় রকি সহ তার গ্যাং বাহিনী আমি (ঘোষ বাবুর) উপর হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা চালায় যে কারণে আমার (ঘোষ বাবু) স্ত্রী বাদি হয়ে রকি সহ কয়েকজন কে আসামী করে মামলা দায়ের করে এবং উক্ত মামলার প্রত্যক্ষদর্শী ছিল অপর (ওলী ও বাবু) দুইজন। মুলত এই পূর্ব শত্রুতার জের ধরে রকির পরিবার উদ্দেশ্যেপ্রনিত ভাবে আমাদের সকল কে সামাজিক ভাবে হেওপতিপন্য করতে এই মিথ্যা অভিযোগ করেন।
উক্ত সংবাদ সম্মেলনকারী ঐশী তার করা সংবাদ সম্মেলনে আমাদের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করে আমাদের হেওপ্রতিপন্য করতে মানহানি ও সম্মানহানির চেষ্টা করছেন বিধায়, আপনাদের পত্রিকায় আমাদের এই প্রতিবাদলিপি প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।