
রাজীব শেখ : রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশার সঙ্গে মতবিনিময় সভা করেছেন ‘জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটি’র নেতারা।
আজ সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় এমপির নিজ বাসভবনের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীণদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন তারা। এমপি ফজলে হোসেন বাদশা দাবি আদায় কমিটির প্রস্তাবের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং জাতীয় সংসদের আগামী অধিবেশনে প্রবীণদের বিষয়টি উত্থাপন করবেন বলে জানান। পাশাপাশি কমিটির নেতাদের নভেম্বরের মধ্যে প্রবীণ বিষয়ক একটি সেমিনার করার প্রস্তাব রাখেন তিনি।
উপস্থিত নেতারা এমপির এই প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী বলে তাকে ধন্যবাদ জানান। এ সময় আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীকে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন করার অনুরোধ জানিয়ে স্মারকলিপি দেবেন বলেও এমপিকে অবহিত করেন তারা। একপর্যায়ে জাতীয় প্রবীণ নীতিমালা, গেজেটসহ সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সংসদ সদস্যকে হস্তান্তর করা হয়।
মতবিনিময় সভায় কমিটির আহ্বায়ক মো. আব্দুস সালাম, সদস্যসচিব একেএম খাদেমুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক কাজী খায়রুল ইসলাম ও গোলাম সারওয়ার, মঞ্জুর মোরশেদ হাসান চুন্না, শহীদুল ইসলাম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে গত ৩০ সেপ্টেম্বর সরকার প্রণীত জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করে দাবি আদায় কমিটি।