
রুকাইয়া চৌধুরী রাজশাহী: শুক্রবার ১৭ই মার্চ ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও উত্তরবঙ্গের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক স্মরণ সমাবেশের মধ্য দিয়ে সংগঠন দুটি এ দিবস পালন করে।
সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন- রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারা, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি নাম, একটি ইতিহাস। তার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। তার আদর্শ প্রতিটি পরিবারে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশ সম্পর্কে জানা যাবে না। পৃথিবী যতদিন টিকে থাকবে, ততদিন শেখ মুজিবুর রহমান নামটি কোটি মানুষের হৃদয়ে থাকবে।