
নিজস্ব প্রতিবেদকঃ গত শুক্রবার ২০/১০/২৩ বিকাল ৫ টায় রাজশাহী মহানগরীতে উদ্বোবন হয় জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ২ রজব আলী ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর। এ সময় রজব আলী বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার কম্পিউটার ট্রেনিং এবং সেলাই মেশিন ট্রেনিং এর ব্যবস্থা করেছেন এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি গরিব মানুষের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ লাম মাহমুদ লুকেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম সাগর সভাপতি রাজশাহী মহানগরী ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির। সাগর এই উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়া ও জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা, সভাপতি মারুফ হোসেন তার বক্তব্যে বলেন সাধারণ মানুষের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সামনে আমরা আরো গার্মেন্টসে যারা কাজ করে তাদের জন্য নতুন কিছু ব্যবস্থা করব। এবং যারা আমাদের থেকে কম্পিউটার এবং সেলাই মেশিনের প্রশিক্ষণ নিবেন তাদের জন্য আমরা জীবন তরী সমাজ কল্যাণ সংস্থা থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। উক্ত উদ্বোবনী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন।