৬

মেধাবী প্রাণ
লেখিকাঃ সাদিয়া আফরিন
হারিয়েছি মেধাবী প্রান
পেয়েছি রক্তাক্ত জুলাই।
বাংলাদেশ লিখলো
আরেকটি নতুন ইতিহাস।
কতো মায়ের কোল হলো খালি
ফিরবে না আর মেধাবী পাখি।।
কতো হাহাকার কতো রক্তপাত
সরকার কি দিতে পারবে তার জবাব??
বাংলাদেশ বাঁচাও ধ্বনিতে
মুখরিত সারাদেশ।।
বাংলা আমার এ কি
নির্মম রূপ দেখালে।।
আর যেনো না ফিরে
এমন জুলাই মাস।
আর যেনো না হয়
কোনো মায়ের এমন সর্বনাশ।।
আর যেনো না হয় দিতে
একটিও প্রান বলিদান।।
বাংলা আমার এবার থামো
গর্জে উঠেছে ছাত্র সমাজ।।