
ইফাত আরা মমিঃ রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি গ্রামের দুই বছর বয়সের শিশু আব্দুল্লাহ আল রাফিদ ছাদ থেকে পড়ে মারা গেছে । সৌদিআরব প্রবাসী জুয়েল এর একমাত্র শিশু সন্তানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে । শনিবার (১১মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কামারবাড়ি গ্রামের জুয়েল উদ্দিন তার সন্তান স্ত্রীর গর্ভে থাকা অবস্থায় সৌদি আরব যায়। সেখানে থাকা অবস্থাতেই সন্তান আব্দুল্লাহ আল রাফিদের জন্ম হয়। শনিবার সকালে বাড়ির ছাদে আলুর পাপড় তৈরির জন্য কেটে রাখা আলুর চটা শুকাতে যায় ওই শিশুর মা ও শিশুর দাদি। এর ফাঁকে ওই শিশুও সিড়ি বেয়ে ছাদে ওঠে। এক পর্যায়ে ছাদ থেকে পড়ে যায় সে। পরে টের পেয়ে আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা বেগতিক দেখে শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল পাঁচটায় কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
শিশুর অকাল মৃত্যুতে বার বার মুর্ছা যায় শিশুর মা রুখসানা বেগম।
কামারবাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং শিক্ষক হাফিজুর রহমান বলেন, ছাদ থেকে অসাবধানতার কারনে পড়ে ওই শিশুর মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।