

বাঘায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু।
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধিঃ
বাঘায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু।
রাজশাহীর বাঘায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধুর নাম টুলু বেগম (৩০) উপজেলার আড়ানী ইউনিয়নে বেড়েরবাড়ী বিনিময় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (৭ সেপ্টন্বর) রাত ১টার দিকে তার মৃত্যু হয়। টুলু বেগম উপজেলা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়াড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
জানা গেছে,বুধবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ স্বয়ন কক্ষে তারা ঘুমিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় গভীর রাতে বিষধর সাপ এসে তাকে টুলু বেগমকে কামড় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উঁঝার কাছে নিয়ে যায়। সেখানে তার অবস্থার পরে সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ( রামেকে) নিয়ে ভর্তী করা হয়।চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি ওয়ার্ডে ইউপি সদস্য আবদুর রাজ্জাক।